ব্যবহৃত চা পাতা দিয়েই হবে চুলের স্পা থেকে পেডিকিউর
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১১:৩৬
প্রতিদিনের পানীয়র তালিকায় ব্ল্যাক টি বা গ্রিন টি তো থাকেই! সারাদিনের ক্লান্তি দূর করে মুহূর্তেই দেহমন চাঙ্গা করে দেয় ভেষজ চা। তবে ব্যবহারের পর চায়ের পাতা বা টি ব্যাগ ফেলে দেন নিশ্চয়। জানেন কি? ব্যবহৃত টি ব্যাগ আপনি অনেক কাজে লাগাতে পারেন। বিশেষ করে রূপচর্চায়। চুলের স্পা থেকে পেডিকিউর সবই হবে ব্যবহৃত টি ব্যাগে।
জেনে নিন উপায়গুলো- হেয়ার স্পা চুল সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে স্পার কোনো বিকল্প নেই। এজন্য আপনার চুলের লম্বা অনুযায়ী পানি নিয়ে তাতে কয়েকটি গ্রিন টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা করে চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর চুল ধুয়ে নিন। এটি আপনার চুলের খুশকি দূর করবে। সেই সঙ্গে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে। চোখের যত্নে ব্যবহৃত টি ব্যাগ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার এটি আপনার চোখে দিয়ে রাখুন। চায়ের ক্যাফেইন রক্তনালিগুলো সঙ্কুচিত করতে সহায়তা করে, যা প্রদাহকে হ্রাস করে। চোখের ফোলা, কালো দাগ এবং ক্লান্তি দূর হয়। ফেস প্যাক গ্রিন টির ব্যাগটি ব্যবহারের পর পাতাগুলো বের করে নিন। এর সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। স্ক্রাবার হাত, পায়ের কালো দাগ দূর করতে এই স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। চায়ের পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এবার এটি আপনার হাত, পা সহ পুরো শরীরেই ব্যবহার করতে পারেন।