হাসান ইমামের নাচ দেখে মুগ্ধ রানি এলিজাবেথ, ছুটে আসেন কথা বলতে
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১১:৪৯
টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক সভাপতি, দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। হাসান ইমামের আগে থেকেই হার্টে সমস্যা ছিলো, ডায়াবেটিস ছিল। হাসান ইমামের মৃত্যুতে শোকাহত বন্ধু-বান্ধব ও কাছের মানুষেরা। প্রয়াত হাসান ইমামের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি শেয়ার করেছেন বিটিভির সাবেক জিএম ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরকত উল্লাহ। হাসান ইমাম এতো গুনী নৃত্যশিল্পী ছিলেন যে তার নাচে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রানি এলিজাবেথ। শুধু তাই নয়, সেই মুগ্ধতাও প্রকাশ করেছেন রানি। বরকুতুল্লাহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হাসান ইমামের নেতৃত্বে নৃত্যশিল্পীদের সাথে কথা বলছেন রানি এলিজাবেথ। অভিনয়শিল্পী বিজরী বরকত উল্লাহ'র পিতা বরকত উল্লাহ লিখেছেন, 'নৃত্যশিল্পী হাসান ইমামের একটা স্বর্ণালী মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এটা ১৯৮৩ সালের ছবি। বাংলাদেশের শিল্পীদের পারফর্মেন্স দেখে যখন রীতিমতো বিস্মিত হন রানি দ্বিতীয় এলিজাবেথ, তখন তিনি নিজেই হাসান ইমামের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ছবিতে পুরো দলকে সাথে নিয়ে রানির সঙ্গে কথা সামনে কথা বলছেন হাসান ইমাম। রানি। এই অনুষ্ঠানের প্রযোজন করেছিলেন পেছনবে দাঁড়ানো আজাদ রহমান।