আইসিসির প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখেন সৌরভ গাঙ্গুলি, বললেন ডেভিড গাওয়ার

আমাদের সময় প্রকাশিত: ১৭ মে ২০২০, ১০:৫৯

আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসিতেও দাদাগিরি করতে পারেন সৌরভ গাঙ্গুলি। ভবিষ্যতে আইসিসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সৌরভের। এমনই মন্তব্য করলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার।

ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এখন প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা ক্রিকেটের সর্বময় কর্তা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এখন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন তার ভূয়সী প্রশংসা করে ডেভিড গাওয়ার বলেন, আমি বুঝি, বিসিসিআইকে নেতৃত্ব দিতে হলে অনেক কিছুই জানতে হয়। সৌরভ খুব ভালো শুরু করেছে। কিন্তু ওকে আরও রাজনীতিক হতে হবে, হতে হবে আরও কৌশলী।

আইসিসি প্রেসিডেন্ট হওয়ার সব মশলা মজুদ রয়েছে সৌরভের মধ্যে। গাওয়ারের মতে, পৃথিবীর অন্যতম কঠিন কাজ হল বিসিসিআই পরিচালনার দায়িত্ব। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অধিকাংশ মানুষই ক্রিকেট ভালবাসে। সেই দেশের ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন কাজ। আর সেই কাজটাই দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সৌরভ। ও ভাল পরামর্শ দিতেও পারে। ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বোর্ডকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us