নবাব পরিবারগুলো ছিলো যে কোনও ধরনের সংগীত ও নৃত্যের পৃষ্ঠপোষক। নওয়াব আহসান উল্লাহ খান হারমোনিয়াম বাজানোতে বিশেষজ্ঞ ছিলেন। নওয়াব আবদুল গণি পুরাতন ঢাকার আহসান মঞ্জিলে নিয়মিত গানের আসর করতেন।এসব গানের আসরে কাসিদা, কাওয়ালি সবই পরিবেশিত হতো।
সারা বছর ঢাকাবাসী অন্যান্য গানে মশগুল থাকলেও রমজানের মাসজুড়ে চলতো কাসিদার পরিবেশনা।কালের গর্ভে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য কাসিদাকে এবার প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে। বাংলাঢোলের প্রযোজনায় ১৭ মে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভ অ্যাপগুলোতে একযোগে উন্মুক্ত করা হয়েছে ‘কাসিদা অব ঢাকা’। যা বিনামূল্যে উপভোগ করতে পারবেন যে কেউ। ২০ মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রটি গবেষণা ও নির্মাণ করেছেন অনার্য মুর্শিদ।
‘কাসিদা অব ঢাকা’র চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ, আবহ সংগীত পরিচালনা করেছেন প্রিন্স শুভ আর নেপথ্য কণ্ঠ দিয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। নির্বাহী প্রযোজক এনামুল হক জানান, কিছুদিনের মধ্যে এটি দেখা যাবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।