ঘরমুখো যাত্রীর চাপ পাটুরিয়া ফেরিঘাটে

বার্তা২৪ প্রকাশিত: ১৭ মে ২০২০, ১০:২২

ঈদের বাকি আর মাত্র সপ্তাহ খানেক। বন্ধ রয়েছে গণপরিবহন। তবুও নানা কৌশলে বাড়ি ফিরছেন অনেকে। ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। গণপরিবহন বন্ধ থাকলেও পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাকেলে করে বাড়ি ফিরছেন যাত্রীরা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। প্রতি ঈদেই কয়েক লাখ মানুষ যাতায়াত করেন এ নৌরুট দিয়ে। তবে এবারের চিত্র পুরোপুরি ভিন্ন হলেও পাটুরিয়া ফেরিঘাটে এরই মধ্যে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের তথ্য মতে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি বিকল। বাকি ফেরিগুলো যানবাহন ও যাত্রী পারাপারের উপযোগী হলেও বাস চলাচল বন্ধ থাকায় পাঁচ/ছয়টি ফেরি চলাচল করছে নিয়মিত। যানবাহনের চাপ অনুযায়ী ফেরি চলাচলের সংখ্যাও ওঠা-নামা করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us