স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বেড়েছে
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১০:১৬
করোনাভাইরাস জনিত সৃষ্ট সঙ্কটের কারণে স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সবধরনের ডকুমেন্টের মেয়াদ বেড়েছে। মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংক্রান্ত স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অফিসিয়াল বুলেটিনের মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে। সঙ্কটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।