ফেসবুকে ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৫:৩৩

ইসলাম ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) তাদের আদালতে উপস্থিত করা হবে।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।পুলিশ জানায়, ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী, পুলিশ বাহিনী, ক্ষমতাসীন দল, মসজিদে নামাজ আদায়, মসজিদের ইমাম (মৌলভী ও হুজুর) নিয়ে ‘পথিক সুমন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত কিছুদিন ধরে কটূ মন্তব্য লিখে পোস্ট করা হচ্ছিল। এ স্ট্যাটাসের পর নেতিবাচক মন্তব্য করে একই এলাকার একই সম্প্রদায়ের অধর চন্দ্র মল্লিক নামে আরেক যুবক।

বিষয়টি থানা পুলিশকে একাধিক মুসল্লি ফোন করে জানান। পরে পুলিশ স্ট্যাটাসের সত্যতা যাচাই করে তাদের আটক করে।মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল, পুলিশ বাহিনীকে নিয়ে নেতিবাচক পোস্ট ও কমেন্টের অভিযোগের সত্যতা যাচাই করে রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us