ব্র্যাক ব্যাংক-বিদ্যানন্দকে নিয়ে ৩ হাজার চলচ্চিত্রকর্মীর পাশে নিপুণ

এনটিভি প্রকাশিত: ১৬ মে ২০২০, ২২:০০

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে মন্দাভাব। কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছিলেন শিল্পী ও কলাকুশলীরা। করোনার প্রকোপ যেন মরার ওপর খাঁড়ার ঘা। বন্ধ শুটিং। এতে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের চলচ্চিত্রকর্মীরা। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অনন্ত জলিল নিজ উদ্যোগে আর্থিক কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ালেও পুরো চলচ্চিত্র অঙ্গনের কর্মীদের জন্য ছিল না কোনো বড় উদ্যোগ। সেই উদ্যোগ গ্রহণ করলেন চিত্রনায়িকা নিপুণ।ব্র্যাক ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে চলচ্চিত্রের তিন হাজার শিল্পী ও কলাকুশলীকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন নিপুণ। ব্র্যাক ব্যাংক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যানার হাতে কলাকুশলীরা। ছবি : সংগৃহীত এরই মধ্যে পাঁচশ নিম্ন আয়ের শিল্পীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার এসব পণ্য গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। পরে তাঁরা নিম্ন আয়ের শিল্পীদের মধ্যে তা বিতরণ করেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি ও সহকারী ব্যবস্থাপক সমিতির ৫০০ সদস্যকে এসব সামগ্রী দেওয়া হয়, আগামী দিনে সহকারী পরিচালক, মেকআপ শিল্পী ও স্থির চিত্রগ্রাহক সমিতির ৫০০ সদস্যকে এসব সামগ্রী দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি সংগঠন ও এফডিসির নিরাপত্তাকর্মীসহ অন্যদের এসব নিত্যপণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন নায়িকা নিপুণ। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দিতে চাই ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাসকে। তাঁরা আমার প্রস্তাবে রাজি হয়ে তিন হাজার চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীর মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন। আমি নিজে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করছি, পর্যায়ক্রমে দিচ্ছি, যেন কোনো বিশৃঙ্খলা না হয়।’ নিপুণ আরো বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে। বিভিন্ন সংগঠন তাদের অর্থিকভাবে সহযোগিতা করছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের এই টাকায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছে বিদ্যানন্দ। পাঁচ সদস্যের একটি পরিবার কমপক্ষে ১০ দিনের জন্য খাদ্যসামগ্রী পাচ্ছে। আমাদের শিল্পী ও কলাকুশলীর জন্য ১২ লাখ ৫০ হাজার টাকার, মোট তিন হাজার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে তারা।’  এ ছাড়া এফডিসির বিভিন্ন সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করছেন নিপুণ। নায়িকা সংগীতা, সোনিয়া, নায়ক সাইমন, ইমনসহ বিভিন্ন শিল্পী ও দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন বলে এনটিভি অনলাইনকে জানান নিপুণ। করোনার প্রভাব যত দিন থাকবে, এই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ নায়িকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

Stocks plunge as floor prices withdrawn

১০ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us