সিরিয়ায় হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৭:৪৭

সিরিয়ায় বাশার আল আসাদ নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন সেনাদের সাথে সমন্বয় করে সন্ত্রাসী হামলা চালিয়েছিল ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। বৃহস্পতিবার সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) সম্প্রচারিত গ্রেপ্তার এক আইএস যোদ্ধার স্বীকারোক্তিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সানার মতে, সিরিয়ান সরকারি বাহিনীর হাতে সম্প্রতি গ্রেপ্তার হওয়া আইএস যোদ্ধারা স্বীকার করেছে যে তারা মার্কিন সেনাদের সাথে সমন্বয় করে সন্ত্রাসী হামলা চালিয়েছিল। আটককৃত আইএস যোদ্ধাদের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, সিরিয়ায় জনসাধারণের সম্পত্তি বিনষ্ট, নাশকতা ও ধ্বংসের পাশাপাশি হত্যা, ফাঁসি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে আইএস। সানা নিশ্চিত করেছে, আটক আইএস যোদ্ধারা স্বীকার করেছে যে এই অভিযানের অনেকগুলো সিরিয়ার জর্ডানীয় সীমান্তে আল-তানফ-এ মোতায়েন করা মার্কিন সেনারা সমন্বয় করেছিল। আটককৃতরা আরো জানিয়েছে, আল-তানফের মার্কিন সেনারা সন্ত্রাসবাদী সংগঠনের নেতা হাসান আলকাম আল-জাজরাবিকে সরকারি বাহিনীকে টার্গেট করার নির্দেশ দিয়েছিল। তারা পালমিরা অঞ্চল, টি -৪ এয়ারবেস এবং শের গ্যাস ক্ষেত্রের মতো আশেপাশের তেল ক্ষেত্রগুলোতে মার্কিন নির্দেশের আওতায় সক্রিয় ছিল। সানা গ্রেপ্তার আইএস জঙ্গিদের একজনের স্বীকারোক্তি সম্প্রচার করেছিল, যিনি বলছেন- 'হাসান আল-ওয়ালি নামে আল-জাজরাবির এক ঘনিষ্ঠ ব্যক্তি আমাদের কাছে এসে বলেছিলেন যে তিনি আল-তানফ ঘাঁটিতে আমেরিকানদের সাথে সাক্ষাত করছেন। যিনি তাকে নির্দেশ দিয়েছিলেন পালমিরার অঞ্চল এবং টি -৪ এয়ারবেসকে লক্ষ্য করে হামলা পরিচালনার জন্য। এসময় আমেরিকানরা অস্ত্র, রকেট লঞ্চার এবং মেশিনগান দিয়ে আমাদের সমর্থন করবে।' আইএস যোদ্ধা আরো বলছিলেন, 'তারা আমাদের বলেছিল যে আমেরিকানরা আমাদের আর্থিকভাবে সহায়তা করছে এবং আমাদের গাড়ি ও সমস্ত কিছু দিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us