গল্প ভাবলেন তাহসান অভিনয় করলেন মিম

সমকাল প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৮:০৭

গল্পটির ভাবনা তাহসানের। যাতে অভিনয়ও করেছেন তাহসান। সঙ্গে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এটি একটি স্বল্পদৈর্ঘ্য। নাম কানেকশন।  চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন এটি।  মজার বিষয় হচ্ছে  ১৪ ঘন্টা ভিডিও কলে  এটি নির্মাণের নির্দেশনা দিয়েছেন পরিচালক।শুটিংয়ে কোনো পেশাদার ক্যামেরা বা ক্যামেরাম্যান ছিলো না। শিল্পীরা নিজ নিজ মোবাইলে দৃশ্যধারণ করেছেন  শর্টফিল্মটি মিমের নতুন ইউটিউব চ্যানেল চাঙ্গা করতেই নির্মাণ করা হয়েছে।করোনায় চলমান স্থবিরতার কারণে এ শুটিংয়ে ছিল না কোনো পেশাদার ক্যামেরা বা ক্যামেরাম্যান। শিল্পীরা নিজ নিজ মোবাইলে দৃশ্যধারণ করেছেন। শর্টফিল্মটি নির্মাণ সম্পন্ন করতে মুঠোফোনে সবার সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতা করেছেন মোশন রক প্রোডাকশন হাউজের কর্ণধার মাসুদ উল হাসান।তাহসান বললেন, ঘরে বসে শুটিং করা যায় এমন আইডিয়া মাথায় ঘুরছিল। মিম তার চ্যানেলের জন্য কাজটি করতে চাইলো। হয়ে গেল বাসা থেকেই শুটিং।যোগ করে নন্দিত এ তারকা বলেন, গল্পের ধারণা প্রথমে আমি দেই। রাফীকে দিয়ে গল্পটা সুন্দর করে লেখানো হলো। স্বল্পব্যাপ্তীর কাজ এটি। আমার অংশের কাজ একদিনেই শেষ করেছি। ফোনের ট্রাইপটের সহায়তায় শুটিং করেছি।এ শর্টফিল্মটির মাধ্যমে প্রায় দু মাস পর শুটিং করলেন মিম। এই লাক্সতারকা বলেন, মুঠোফোন ক্যামেরায় ছিল আমার মা এবং সহকারী। এ দুজনের সহায়তা নিয়েই শেষ করতে পেরেছি। মিম বলেন, শুটিং সেটে কাজ করতে যতোটা সহজ লাগে ঘরে থেকে লাইট, প্রডাকশন, ডিওপির ছাড়া শুটিং করতে আরও বেশি কষ্ট হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us