You have reached your daily news limit

Please log in to continue


দেশের প্রথম করোনা শহিদ যোদ্ধার নামে বিদ্যালয় ভবন

দেশের প্রথম করোনা শহিদ যোদ্ধা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈন উদ্দিনের স্মরণে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ করে উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ ওই চিকিৎসক যোদ্ধার নামে করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঢাকা থেকে মোবাইলে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটমোস্তাফিজুর রহমান ফিজার এমপি এ ভবন উদ্বোধন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভূঈয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, খয়েরবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান বাবুল বলেন, মহামারি করোনায় মারা যাওয়া গরিবের চিকিৎসক ড. মঈন উদ্দিন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে একটি উজ্জ্বল নক্ষত্র। তাই তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার নামে বিদ্যালয়ের নতুন ভবনের নামকরণ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন