ওসমানীনগরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

সমকাল প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৬:৫৪

সিলেটের ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে মো. হাবিব মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার উপজেলার তাজপুরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। মৃত ওই ব্যক্তি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশা চালক। স্ত্রী সন্তান নিয়ে তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় বসবাস করে আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. শাকিব আবদুল্লাহ চৌধুরী। এদিকে ওসমানীনগরে পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ জোনাল অফিসের এক লাইন টেকনেশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৬ মে করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা দিয়ে এসেছিলেন। শুক্রবার রাতে তার পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। আক্রান্ত ওই ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। চাকরির সুবাধে ওসমানীনগরের তাজপুর হাজী মশ্রব আলী কমপ্লেক্সে স্ত্রী সন্তান নিয়ে বসাবস করে আসছনে। শনিবার দুপুরে কমপ্লেক্স লকডাউন করা হয়েছে বলে জানান ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ জোনাল অফিসের এজিএম মো. হাবিবুর রহমান বলেন, অফিসের সবাই সুস্থ আছেন, তবে সবার নমুনা পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রসঙ্গত, ওসমানীনগরে এ পর্যন্ত করোনাভাইরাসে তিনজন সনাক্ত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us