অনেক দিন পর গান শোনাতে আসছেন শিল্পী হায়দার হোসেন। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক পেজে 'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে গাইবেন তিনি। সংগীতে হঠাৎ অনিয়মিত হয়ে পড়া, এখনকার জীবন—সবকিছু নিয়ে কথা হলো শিল্পীর সঙ্গে। সংগীত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়লেন, কেন? গানটা আমি শখে করি। আমার প্যাশন অন্য কিছু। তা ছাড়া গান লেখা, সুর করা, গাওয়ার পর যদি সেটাকে প্রোমোট আমাকেই করতে হয়, সেটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি, নিজের গান নিজে প্রোমোট করা শিল্পীর কাজ নয়। আমার গান আমার বাসায় পড়ে থাকে। 'ফাইস্যা গেছি'র সময় 'চ্যানেল ওয়ান' আমাকে প্রোমোট করেছিল। প্রোমোট করা মিডিয়ার কাজ, এটা আমরা পারি না। আমার পক্ষে মিডিয়ার কাছে গিয়ে বসে থাকা সম্ভব না। আর এখন গান করা একটা মুশকিলের ব্যাপার। এখন গান করলেই ভিডিও করতে হয়। এসব করতে চাইনি। মনে হয়েছে গান নিয়ে এত ঝামেলা কে করে! আপনার লেখা ও সুর করা 'মন কি যে চায় বলো' এখনো বাঙালিকে রোমাঞ্চিত করে। আপনি কি গান লেখা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, গানটা গেয়েছিল আমার ব্যান্ড উইনিং। আমি এ দলের অন্যতম প্রতিষ্ঠাতা, দলের নামটাও আমার দেওয়া। গান লেখা ছাড়িনি, গত মার্চেও একটা নতুন গান লিখেছি। গান আমি করতেই থাকি। একটা-দুইটা করে গান করে যাচ্ছি, বাইরে বের হই কম। মানুষের সঙ্গে যোগাযোগ কম করি। তবে সুর করতে আলস্য লাগে।