রানা প্লাজা বিপর্যয়ের পর শুধু সিনেমাই করতে চেয়েছিলেন অনন্ত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৫:১১

চিত্রনায়ক ও প্রযোজকের বাইরেও অনন্ত জলিলের বড় পরিচয় তিনি একাধিকবার সিআইপিপ্রাপ্ত (কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন) গার্মেন্ট ব্যবসায়ী।তার প্রতিষ্ঠিত এজেআই গ্রুপের সুনাম বিশ্বজোড়া। তবে একসময় হতাশায় নিজের গার্মেন্ট ব্যবসা বন্ধ করে দিতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন, শুধু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেই দিনানিপাত করতে! কারণটা ছিল, রানা প্লাজা বিপর্যয়ের পর আমেরিকান ও ইউরোপিয়ান বায়ারদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অযাচিত সিদ্ধান্ত।এই চিত্রনায়ক নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এগুলো তুলে ধরেন। বলেন, ‌‘আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের দুর্দিন শুরু হয় মূলত রানা প্লাজা ধসের পর থেকে। সেখানে শপিংসেন্টার ছিল, সঙ্গে কিছু কারখানাও। রানা প্লাজা ধসের পর ব্যাপক প্রাণহানি ঘটে। এ কারণে পুরো পৃথিবীতেই আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে নেতিবাচক প্রভাব তৈরি হয়। চরম ইমেজ সংকটে ভোগে বাংলাদেশ।পরবর্তী সময়ে দেশে আমেরিকান ও ইউরোপিয়ান বায়ারদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের আবির্ভাব ঘটে। সংগঠন দুটি বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি ও ইলেকট্রিক সেফটি অডিট পরিচালনার করার নামে ফ্যাক্টরিগুলো ব্যাপক সংস্কারের কাজে হাত দেয়। এটি কাজ ভালোভাবে সম্পন্ন করতে গিয়ে মালিকদের কোটি কোটি টাকা খরচ করতে হয়।’তিনি জানান, এই প্রতিষ্ঠান দুটির বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে অনেক মালিক আজ সর্বস্বান্ত। এক সময়ের মালিক এখন জীবিকার তাগিদে অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us