উহানে গণটেস্টের নামে চীন সর্বনাশ ডেকে আনছে নাতো?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৩:২৭

চীনা শহর উহান থেকে কভিড-১৯ মহামারি শুরু হয়েছিল।শহরটিতে করোনা টেস্টের বিশাল ক্যাম্পেইন চলছে। সেখানে গণটেস্টের কর্মসূচি চলছে, যা উদ্বেগ ছড়াচ্ছে উহানবাসীদের মনে।  শনিবার পরীক্ষার কেন্দ্রে (টেস্ট সেন্টার) ভীড় করে অনেক মানুষ। এদের মধ্যে কিছু লোক  উদ্বেগ প্রকাশ করে জানান  যে, পরীক্ষা দেয়ার অতি তৎপর আচরণই করোনাভাইরাসকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে উহানের ১১ কোটি বাসিন্দার সুরক্ষার বিষয়টি এখন মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।  উহানের লোকেরা রয়টার্সকে জানিয়েছেন যে, ক্লিনিক এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলি 'ওপেন-এয়ার টেস্ট' সাইটে রূপান্তর হয়েছে। তবে অনেকে জানান যে, তারা স্বেচ্ছাসেবী ক্যাম্পেইন সমর্থন করেন।  গত ২৩ এপ্রিল ভার্চুয়াল লকডাউন থেকে মুক্ত হওয়ার পরে  চীনা শহরটির নতুন সংক্রমণের প্রথম 'ক্লাস্টার' নিশ্চিত হয়। এরপরে উহানের স্বাস্থ্য কর্তৃপক্ষ আবার পদক্ষেপ নেয়া শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us