গানে গানে সারাবিশ্বের করোনা যোদ্ধাদের স্যালুট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৩:২৮

একটি মানবিক সমবেত সঙ্গীত- ‘আমাদের ঐক্যবদ্ধ যুদ্ধ’ (ইউনাইটেড ইউ ফাইট) রচনার মধ্য দিয়ে বিশ্ববাসী ও সকল কোভিড যোদ্ধাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার বার্তা দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথা দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। গত ১৩ মার্চ এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সংস্থাটির ঢাকা অফিস। কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিদেশমন্ত্রকের তরফে মুক্তি পেল এই মিউজিক ভিডিও ‘আমাদের ঐক্যবদ্ধ যুদ্ধ’ (ইউনাইটেড ইউ ফাইট)। যেখানে অংশ নিয়েছেন উষা উত্থুপ, পন্ডিত রাকেশ চৌরাসিয়া, উস্তাদ ফয়জল কুরেশি, সঙ্গীতশিল্পী সেলিম মার্চেন্টরা। অন্ধকার সময় কেটে যাবে, ফের একবার খুশির আলোয় উদ্ভাসিত হবে এই পৃথিবী-গানে গানে এই বার্তাই দিলেন তাঁরা। গানের কথা ইংরেজিতে হলেও এর কম্পোজিশন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে আধার বানিয়ে তৈরি হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর সঙ্গীত বিষয়ক এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ভারতের সঙ্গে অন্য দেশের সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বপূর্ন কান্ডারি দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। পুরো ভারতবর্ষ থেকে এসব সুরকার, গায়ক তথা সঙ্গীতশিল্পীদের একত্রিত করে আইসিসিআর। শিল্পীরা যারযার বাড়ীতে থেকেই গান রেকর্ড করেছেন এবং ভিডিওটি শুটিং করেছেন। লকডাউনের সমস্ত বিধি মেনেই তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও। আমাদের ঐক্যবদ্ধ যুদ্ধ (ইউনাইটেড ইউ ফাইট) গানটি কম্পোজ করেছেন জো আলভারেস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us