তেলাপোকার উপদ্রপ থেকে চিরস্থায়ী মুক্তির সহজ ও কার্যকরী উপায়
প্রকাশিত: ১৬ মে ২০২০, ১০:৫৫
তেলাপোকা খুবই বিরক্তিকর একটি প্রাণী। যা ঘর ও খাবার নষ্ট করে। সারা ঘরে তেলাপোকা খুবই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষ করে রান্নাঘর ও টয়লেট নোংরা করার জন্য দায়ী এই তেলাপোকা। তেলাপোকা নানা রকম রোগ জীবাণুর বয়ে বেড়ায়। আর তা সারা ঘরে ও খাবারে ছড়িয়ে। যাতে অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই তেলাপোকার উপদ্রব বন্ধ করা জরুরি। অনেকেই তেলাপোকা তাড়ানোর জন্য নানা রকম রাসায়নিক ব্যবহার করে থাকেন। যা মোটেও স্বাস্থ্যকর নয়। তাছাড়া ঘরে শিশু সদস্য থাকলে এসব রাসায়নিক দ্বারা বিপদও হতে পারে। তাই তেলাপোকা তাড়ানোর একটি সহজ ঘরোয়া পদ্ধতি জেনে রাখা জরুরি। যা স্বাস্থ্যকর ও তেলাপোকা তাড়াতেও বেশ কার্যকর। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি- তেলাপোকার উপদ্রপ থেকে রক্ষা করবে তেজপাতা। ঘরের যে যে স্থানে তেলাপোকার উপদ্রব বেশি, সেখানে কিছু তেজপাতা ছিড়ে ছড়িয়ে দিন। দেখবেন তেলাপোকা উধাও। কারণ তেজপাতার গন্ধ তেলাপোকা একদমই পছন্দ করে না। তাই তেলাপোকা ঘর ছেড়ে পালাবে।