গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে করোনা উপসর্গ নিয়ে এক বন্দীর (৫০) মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই বন্দীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রত্না রায় জানান, চোরাচালান মামলায় কারাগারে থাকা ওই বন্দী (৫০) বুধবার বিকেলে শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। ওই বন্দী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান জেল সুপার।