You have reached your daily news limit

Please log in to continue


বনানীতে বন্দুকযুদ্ধে ১৬ মাদক মামলার আসামি নিহত

রাজধানীর বনানী টিএনটি বটতলা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলিল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন র‍্যাবের এক সদস্য। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‍্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি কামরুজ্জামান জানান, বনানী কড়াইল টিএনটি বটতলা বস্তির মাঠে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়। এতে এক র‍্যাব সদস্যও আহত হয়। তিনি জানান, পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিহতের নাম জলিল। তথ্যানুসন্ধানে জানা যায়, নিহত জলিলের নামে ১৬টি মাদক মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার মাদক কারবারের হোতা। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেইউ/এমএসএইচ/এমকেএইচ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন