‘ম্যাসেজ ওপেন করতেই দেখি প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন’
প্রকাশিত: ১৪ মে ২০২০, ২১:৪৭
‘আমি গরিব মানুষ। মোবাইলে এক সঙ্গে ৫০ টাকার উপরে কোনো দিন ফ্লেক্সিলোড করি নাই। কেউ কোনো দিন মোবাইলে টাকাও দেয় নাই। কিন্তু বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মোবাইলে একটি ম্যাসেজ আসে। ম্যাসেজ ওপেন করতেই দেখি ২ হাজার ৫৩৬ টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে যেন বিশ্বাসই হচ্ছিল না। সত্যি খুব ভালো লাগছে।’কিছুটা আবেগতাড়িত হয়ে বার্তা২৪.কমের কাছে কথাগুলো বলছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের হতদরিদ্র সিরাজুল ইসলামের ছেলে শরিফুল মিয়া (২৫)।শুধু শরিফুল মিয়াই নয়, বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামের আমোদ আলীর ছেলে কামরুল ইসলামও (২৫) তার মোবাইলে ২ হাজার ৫৩৬ টাকা পেয়েছেন।মূলত করোনার প্রাদুর্ভাবে গোটা বিশ্বের মতো বাংলাদেশও স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। কাজ করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা।