কুমিল্লায় অতিরিক্ত বিলে দিশেহারা গ্রাহক, বিদ্যুৎ অফিস ঘেরাও

বার্তা২৪ প্রকাশিত: ১৪ মে ২০২০, ২১:০০

কুমিল্লায় অতিরিক্ত বিলের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক গ্রাহক। বৃহস্পতিবার (১৪ মে) জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।
জানা যায়, অতিরিক্ত বিলের প্রতিবাদে দুপুরে দুই শতাধিক নারী-পুরুষ বিদ্যুৎ বিলের কপি হাতে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় অফিসে দায়িত্বরত কর্মকর্তারা অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে অবস্থান করেন। গ্রাহকরা জানান, করোনা সংক্রমণের কারণে এমনিতেই সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে আছেন। উপার্জন না থাকায় খেয়ে না খেয়ে কোনো রকম দিনাতিপাত করছেন। এর ওপর বিদ্যুৎ অফিসের লোকজন অতিরিক্ত বিল তৈরি করে বাড়িতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে গত দু’মাসের বিলের সঙ্গে জরিমানাও যোগ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us