সাংবাদিকদের ফ্রি ইংলিশ কোর্সের সুযোগ করে দিলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

ইত্তেফাক প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৫:৫৭

ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের জন্য বিনামূল্যে অনলাইন কোর্সের ব্যবস্থাপনা গ্রহণ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মাতৃভাষা ইংরেজি নয় এবং আধুনিক সাংবাদিকতা পেশা গ্রহণে আগ্রহীদের জন্য বিনামূল্যে একটি ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স (এমওওসি)-এর আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এ কোর্সটির মাধ্যমে শব্দভাণ্ডার বাড়ানো, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং দেশিয় ও বৈশ্বিক সংবাদ-নিবন্ধ তৈরির পাশাপাশি প্রিন্ট ও ডিজিটাল মিডিয়া বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হবে। কোর্সটি প্রণয়ন করেছে আমেরিকান ইংলিশ (এ.ই) ই-টিচার প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং এফএইচআই৩৬০ পরিচালিত এই কোর্সটি স্বয়ংক্রিয় এমওওসি পদ্ধতি যেখানে প্রশিক্ষকের পাঠদান ছাড়াই শিক্ষার্থীরা স্বাধীনভাবে অধ্যয়ন করতে পারবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা এই কোর্সে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর অংশগ্রহণকারীরা দিনে বা রাতে যেকোনো সময় কোর্সটিতে লগ ইন করতে পারবেন। কোর্সের সর্বমোট পাঁচটি মডিউল অবশ্যই জুলাই মাসের ১৩ তারিখের মধ্যে শেষ করতে হবে। আবশ্যকীয় কার্যক্রম শেষে ৭০% বা তার বেশি স্কোর প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us