ট্র্যাক করা হবে যাত্রীদের, রেলের টিকিট বুকিংয়ের সময়ে রেকর্ড করা হচ্ছে ঠিকানাও
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৩:৩৪
বৃহস্পতিবারই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ছাড়া সব ট্রেনের বুকিং ৩০ জুন পর্যন্ত বাতিল করা হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, মেইল/এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন। তার আগে বুধবার রেলওয়ে বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের জন্যে আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করা হবে।