অব্যবহৃত টিকিটে আগামী বছরের মার্চ পর্যন্ত বিমান ভ্রমণ
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১০:৪০
করোনাভাইরাসের কারণে ভ্রমণের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট বন্ধের কারণে যেসব যাত্রীর বিমানের টিকিট অব্যবহৃত আছে তারা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এ সময়ের মধ্যে কেউ ভ্রমণ না করতে চাইলে মূল্য ফেরত নিতে পারবেন। গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোনো প্রকার চার্জ ছাড়াই যাত্রীরা এ সুযোগটি নিতে পারবেন। তিনি বলেন, যদি ইতিমধ্যে কেনা টিকিট দিয়ে যাত্রীরা ভ্রমণ করে না থাকেন তবে তাঁরা চাইলে কেনা টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন।