চ্যাটিংয়ে যে ১০ ভুল আমরা প্রায়ই করে থাকি

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৮:০০

ফেসবুকে অ্যাকাউন্ট আছে, কিন্তু মেসেঞ্জার ব্যবহার করেন না—এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয়তার বিচারে আমাদের দেশে এই অ্যাপের অবস্থান ওপরের সারিতে। পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও। যার ব্যবহার যত বেশি, তার ভুলভ্রান্তির আলোচনাও তত বেশি।
আজকে আমরা জানব সে রকম ১০টি ভুলের কথা, যা আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ক্ষেত্রে প্রায়ই করে থাকি। ১. অনুমতি ছাড়া কল
অপর পাশের ব্যক্তি কথা বলার মতো অবস্থায় আছেন কি না, তা না জেনে আমরা মাঝেমধ্যে হুটহাট করে অনুমতি না নিয়েই মেসেঞ্জারে কল করে বসি। তিনি মিটিং বা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে আপনার এই অপ্রত্যাশিত কলে অবশ্যই বিরক্ত হবেন। তাই অনুমতি না নিয়ে যে কাউকে কল দেওয়ার অভ্যাস বদলে ফেলুন। ২. উত্তর না পেয়েও অনবরত টেক্সট পাঠানো একবার টেক্সট পাঠালেন, উত্তর পেলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে আবার টেক্সট পাঠালেন। এবারও সাড়া পেলেন না। এবার থামুন! তাঁকে সময় দিন। ফ্রি হওয়ার পর তিনি হয়তো তাঁর সময়মতো উত্তর দেবেন। যদি আপনি অপেক্ষা না করে অবিরত টেক্সট পাঠাতে থাকেন, তবে তা আপনার অধৈর্য মনোভাবের বহিঃপ্রকাশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us