আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু অনুভূতিহীন নই: বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৮:০০

বৃহৎ শক্তি হিসেবে পরিচিত দেশগুলো অভ্যন্তরীণ কোনও ব্যাপারে হস্তক্ষেপ করতে আসবে না বলে আশা প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু অনুভূতিহীন নই। গর্ব করার মতো আমাদের সবকিছুই আছে।’ ১৯৭২ সালের ১৩ মে শনিবার আমেরিকান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিনিধি পিটার জেনিংস ও মি. লুইয়ের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাক্ষাৎকারটি ওই বছর ১৪ মে দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। ঢাকায় মোহনবাগানের খেলোয়াড়দের সঙ্গে বঙ্গবন্ধু, দৈনিক বাংলা ১৯৭২যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মতো বৃহৎ শক্তি বাংলাদেশের প্রতি কোনও ভূমিকা গ্রহণ করবে বলে আপনি মনে করেন কিনা, এবিসি প্রতিনিধির এই প্রশ্নে বঙ্গবন্ধু বলেন, ‘তারা সবাই সুখে থাকুক, আমরা শান্তিতে থাকতে চাই। আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমি অত বড় বড় কথা জানি না। এশিয়া নিয়ে কেউ আর খেলা না করুক—এটাই শুধু আমি চাই। আমি এই উপমহাদেশকে একটি শান্তির এলাকা বলে ঘোষণা করতে চাই। কেননা, আমরা আমাদের জনগণকে উন্নত করতে চাই, আমরা খাদ্য চাই, আশ্রয় চাই ও বাসস্থান চাই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us