‘সারওয়ান ইস্যু’তে শাস্তি পেতে যাচ্ছেন গেইল

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ মে ২০২০, ২১:৪৪

ইউটিউবে আপলোড করা ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান রামনরেশ সারওয়ানকে আক্রমণ করায় সাজা পেতে পারেন ক্রিস গেইল। এমনই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কারিট। তবে একইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, এই শাস্তি পাওয়ার ফলে গেইলের ক্যারিয়ার শেষ হয়ে যাবে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াস গেইলকে ধরে রাখেনি। সেই দলে জায়গা না পেয়ে মার্কি প্লেয়ার হিসেবে সেন্ট লুসিয়া জুকসে সই করেছেন তিনি। কিন্তু তারপরেও সারওয়ানের উপর থেকে তার রাগ যায়নি। তার অভিযোগ, সারওয়ানের জন্যই তাকে দল ছাড়তে হল। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে গেইল বলেছেন, ‘সারওয়ান, তুমি এখন করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ। তালাওয়াসে যা হয়েছে, তাতে সারওয়ানের বড় ভূমিকা ছিল। সারওয়ান, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে অনেক কথা বলেছিলে। তুমি একটা সাপ। তুমি প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ। তুমি এখনও পরিণত হওনি, পিঠে ছুরি মারছো। সবার চোখে তুমি সন্ত, কিন্তু আসলে তুমি শয়তান। তুমি খেলোয়াড়দের মুখ বন্ধ করতে চাইতে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us