করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ চুক্তি সই হয়েছে। বুধবার (১৩ মে) এ ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন। করোনা সংক্রমণের পর এ দুর্যোগ মোকাবিলায় তিন ধাপে বাংলাদেশকে ঋণ অনুমোদন দেয়। এরমধ্যে প্রথম ধাপে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ মার্কিন ডলার), দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি (১০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং তৃতীয় ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়। গত ১১ মে ইআরডি ও এডিবি প্রথম ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করে। বুধবার (১৩ মে) দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করল তারা।