মাগুরায় মঙ্গলবার থেকে চালু হয়েছে ভার্চুয়াল আদালত। প্রথম দিন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ মামলার শুনানি হয়। জেলা জজ আদালতে বুধবার দুপুরে ১১ মামলার শুনানি হয়। ১১টি মামলার মধ্যে ২৮ জনের জামিন মঞ্জুর হয়। ১৬ জনের জামিন নামঞ্জুর হয়। এছাড়া নারী শিশু কোর্টে ৫ মামলার শুনানি হয়। তিনজনের জামিন মঞ্জুর হয় ও দুইজনের জামিন নামঞ্জুর হয়। ম্যাজিস্ট্রেট কোর্টে ২৫ টা মামলার শুনানি হয়। ১৯ জনের জামিন মঞ্জুর হয় ও ২১ জনের জামিন নামঞ্জুর হয়। আইনজীবীরা জানান, অনেক আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়টি বোঝেন না। তবে কিছু দিন ভার্চুয়াল আদালত পরিচালিত হলে অনেক আইনজীবীরা বিষয়টি ভালোাভাবে বুঝবেন। করোনা প্রার্দুভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভার্চুয়াল আদালত পরিচালনা সরকারের সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করেন তারা। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির কারণে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল আদালত চালু করা হয়।