এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। শেষ হয়েছে প্রয়োজনীয় সব কেমোথেরাপি। সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের সবুজ সংকেত পেলেই সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে চড়ে ঢাকায় ফিরবেন দেশের সংগীতের বরেণ্য এই শিল্পী। কাল বুধবার যেকোনো সময় মিলতে পারে এই সবুজ সংকেত। প্রথম আলোকে এন্ড্রু কিশোরের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মৌমিন বিশ্বাস। মৌমিন জানান, কাল বুধবার জানা যাবে কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। বাংলাদেশি সংগীতের বরেণ্য এই সংগীতশিল্পী ৮ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে এই সময়ে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। কাল সবুজ সংকেত মিললে পরশু দিন ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। তা না হলে এই সপ্তাহে ঢাকায় আসবেন এটা মোটামুটি নিশ্চিত। সঙ্গে থাকবেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু।