টিকটক থেকে পাওয়া ৫ কোটি রুপি দান করলেন উর্বশী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মে ২০২০, ২২:১৫

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাচের মাস্টারক্লাস পরিচালনা করেছেন। এতে আগ্রহীরা যোগ দিয়ে নতুন ঢঙের নাচ শিখতে পেরেছেন। একইসঙ্গে তাদের সামনে তুলে ধরা হয়েছে মেদ ঝরানোর কৌশল।অন্তর্জালে নাচের মাস্টারক্লাস করানোর কথা ইনস্টাগ্রামে ভক্তদের জানান উর্বশী। মেদ ঝরাতে ও নাচ শিখতে আগ্রহীদের জন্য এ আয়োজন ছিল উন্মুক্ত। মাস্টারক্লাসে জুম্বা, টাবাটা ও লাতিন নাচ শিখিয়েছেন তিনি।টিকটকে উর্বশীর মাস্টারক্লাসে ১ কোটি ৮০ লাখ মানুষের সংযোগ ঘটেছে। এর মাধ্যমে তিনি আয় করেছেন ৫ কোটি রুপি। পুরো অর্থ করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তদের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। তার চোখে, যেকোনও অঙ্কের অনুদানই অসামান্য।উর্বশী বলেন, ‘অভিনয়শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, পেশাদার অ্যাথলেট, সাধারণ মানুষসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আমাদের সবাইকে একসঙ্গে করোনাভাইরাসকে মোকাবিলা করতে হবে। সবাইকে আমাদের পাশে পাওয়া প্রয়োজন। আমরা একসঙ্গে মিলে পৃথিবীকে সহযোগিতা করতে পারি।’কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসক, নিম্ন-আয়ের মানুষ ও গৃহহীনসহ সামনের সারির সবার প্রয়োজনে এগিয়ে আসায় এবং বলিউডের অনেক তারকাকে সহযোগিতা করায় ভারতের বিভিন্ন এনজিও ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উর্বশী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us