রংপুরে গ্যাসের পাইপ লাইনের কাজ দ্রুত করার তাগিদ প্রতিমন্ত্রীর

সমকাল প্রকাশিত: ১২ মে ২০২০, ২১:০৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সমানুপাতিকহারে শিল্পের প্রসারের জন্য রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ জরুরি। তাই ওই অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপ লাইন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। মঙ্গলবার রাজধানীতে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পেট্রোবাংলা ও এর অধীনস্ত কোম্পানিগুলোর কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভার্চ্যুয়াল এই সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে মহিউদ্দিন, রূপান্তরিত প্রকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুজ্জামান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবি এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us