পুঁজিবাদের মেশিনকে আচমকাই থামিয়ে দিয়েছে করোনা-মহামারী। তবে এটা কেবলই সাময়িক। মানবপ্রজাতি যখন ক্ষণিকের জন্য অবরুদ্ধ হয়ে আছে, পৃথিবী তখন নিজেকে সারিয়ে তোলার সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। মানুষ অসুস্থ হচ্ছে, প্রাণ হারাচ্ছে। আমাদের কিছুই করার নেই। তারপরও পৃথিবীর অপার বিস্ময়ের মাঝে সম্মিলিতভাবে শ্বাস নিতে পারছি আমরা। তবে পরিকল্পনা যেভাবে এগুচ্ছে, তাতে এ অপার বিস্ময়ও ধ্বংস হতে দেরি নেই। ভারতের কথাই ধরা যাক। এখানে এই অল্প কিছুদিনের মধ্যে বাঘদের জন্য সংরক্ষিত একটি অঞ্চলের বড় অংশকে কুম্ভ মেলা নামক এক ধর্মীয় জমায়েতের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। কুম্ভমেলায় লাখ লাখ হিন্দু তীর্থযাত্রীর জমায়েত হয়ে থাকে। আসামে হাতিদের জন্য সংরক্ষিত একটি অঞ্চলকে কয়লা উত্তোলনের জন্য এবং অরুণাচল প্রদেশের হাজার হাজার একর আদি হিমালয় বন একটি নতুন জল বিদ্যুৎ বাঁধের জলাধারের পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য চিহ্নিত করা হচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পও কম যান না। চাঁদে খনন কাজ পরিচালনার অনুমতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।