করোনাভাইরাস মহামারিতে বিশ্বের বেশিরভাগ দেশে লকডাউন চলছে। স্বাস্থ্য সুরক্ষায় মানুষ ঘরে রয়েছেন। স্বাস্থ্যবিদেরা বলছেন, করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। কিন্তু জনকল্যাণে ঘরে থাকতে পারছেন না ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। একেবারে সামনে থেকে তাঁরা করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিবছরের মতো এবারও ১২ মে পুরো বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস। আধুনিক পরিচর্যার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৬৫ সাল থেকে উদযাপন করা হচ্ছে দিবসটি। নিঃস্বার্থ সেবার জন্য এ দিনে বিশ্বের সবাই নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন।