বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১২০ পাকিস্তানি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ মে ২০২০, ১৫:৫৮

করোনার কারণে বাংলাদেশে আটকাপড়া ১২০ পাকিস্তানি দেশে ফিরেছেন। পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) সহযোগিতায় পাক সরকারের একটি বিশেষ বিমানে মঙ্গলবার (১২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। তাদের মধ্যে ৬৬ পাকিস্তানি শিক্ষার্থী রয়েছেন। পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, পিআইএ এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বজুড়ে আটকাপড়া কয়েক হাজার নাগরিককে ফিরিয়ে নিতে পাকিস্তানের বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তারা দেশে ফেরেন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিবহনের ব্যবস্থা পর্যবেক্ষণ এবং যাত্রীদের বিদায় জানান। এ সময় হাইকমিশনার আশ্বাস দেন যে, ঢাকায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে যেসব পাকিস্তানি দেশে ফিরতে চায় তাদের সবার নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের লক্ষ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us