চাইলেই যাকে হাতের কাছে পাওয়া যায় তার প্রতি আগ্রহ থাকে না। যা সহজে মেলে না তার জন্যই অপেক্ষা করে মানুষ, করে সাধনা। তেমনি সিনেমার তারকাদেরও সহজলভ্য হলে চলে না। টাকা দিয়ে টিকিট কিনে সিনেমার তারকাদের হলে গিয়ে দেখতে যান দর্শক।সেই তারকাকে যদি যত্রতত্র পাওয়া যায়, তবে কেন পকেটের টাকা খরচ করে দেখতে যাবেন তারা। এটা সহজ হিসাব। ইন্ডাস্ট্রিতেও এ কথাটা চালু আছে বলেই সিনেমার তারকারা টিভিতে নিয়মিত হলে তার সমালোচনা চলে।কিন্তু এ সময়টায় তারকাদের সহজলভ্য করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ফেসবুকে সকাল-সন্ধ্যা দেখা যায় তারকাদের নানারকমের ছবি ও সেলফি। সেসব ছবিতে খুব সহজেই তারকাদের সান্নিধ্য পান সাধারণ মানুষ।সুযোগ পান লাইক ও মন্তব্য করে তারকাদের সঙ্গে থাকারও। স্বাভাবিকভাবেই সেই তারকাদের প্রতি বাড়তি কোনো আকর্ষণ কাজ করে না। এতে করে কমছে তারকাদের ফেসভ্যালু, নীরব হুমকিতে পড়ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। চিত্রনায়িকা মৌসুমী, শাবনূর ও শাকিব খান ফেসবুকে সহজলভ্য নন। তাদের প্রতি দর্শকদের আগ্রহ দেখে অবাক হতে হয় হয়। তিন তারকার জন্য সাধারণ মানুষ বা দর্শকের পাগলামিটা কোন পর্যায়ের সেটা বাস্তবে না দেখলে অনুমেয় নয়। শুধু শাবনূর-মৌসুমীর, শাকিব খানরা সহজলভ্য নন বলেই এখনও জনপ্রিয় তারা। শাবনূর সিনেমায় নিয়মিত নন অনেকদিন ধরেই। তবু তারকাখ্যাতিতে ভাটা পড়েনি।