করোনায় পশুর প্রতি এক দম্পতির অন্য রকম ভালোবাসা!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১২ মে ২০২০, ১৫:২০

করোনা মহামারিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। খেটে খাওয়া দুস্থ-অসহায় মানুষের জন্য দু’বেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন এক বৈশ্বিক দুর্যোগের সময়ে দুস্থ-অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি পশুদের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পশুপ্রেমী এক দম্পতি। রাস্তার অলিতে-গলিতে ঘুরে ঘুরে রান্না করা খাবার অভুক্ত কুকুরদের মুখে তুলে দিচ্ছেন তারা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পশুদের প্রতি এমন ভালোবাসার বিরল দৃষ্টান্তের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই দম্পতি। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি ও ভিডিওতে দেখা যায়, নিজে গাড়ি চালিয়ে প্রতিদিন রাতে কুষ্টিয়া শহর এবং শহরতলীর প্রতিটি রাস্তা এবং অলি-গলিতে ঘুরে ঘুরে কুকুরের মুখে রান্না করা খাবার তুলে দিয়ে গভীর রাতে বাসায় ফিরছেন কামরুজ্জামান নাসির ও তার স্ত্রী চামেলি জামান। করোনার কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর গত মার্চ মাস থেকে প্রতিদিন এভাবে প্রায় শতাধিক কুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন পশুপ্রেমী এ দম্পতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us