করোনা সঙ্কটে পৃথিবী। লাখ লাখ মানুষ করোনার কবলে। মৃত্যু মিছিলও বেড়েই চলছে। তবে পৃথিবীর মতো গ্রহ খোঁজার তোড়জোড় বিজ্ঞানীদের আজ নতুন নয়। আর এবার সেই তল্লাশিতে বড়সড় সাফল্য এলো। নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা অবিকল পৃথিবীর মতো আরো একটি গ্রহের সন্ধান পেলেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, গ্রহটির আবহাওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীরই মতো। গ্রহটির নাম ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭। গ্রহটি চিলি থেকে একটি টেলিস্কোপে প্রথম আবিষ্কার করেন গবেষকরা। পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন বিজ্ঞানীরা। এরপর শুরু হয় বিস্তর গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোনো একটি জায়গায় গ্রহটি অবস্থান করছে। গ্রহটির নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট।