শক্তিশালী ব্যাটারিতে এলো রিয়েলমি নারজো ১০ ও নারজো ১০এ। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। রিয়েলমি দাবি করছে এই ফোন একবার চার্জ দিলে টানা তিন দিন চলবে। দুই মডেলেই মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। মধ্যমঘরানার ফোনে সাধারণত এই চিপসেট ব্যবহৃত হয়। মার্চে মায়ানমারে এসেছিল রিয়েলমি সিক্স আই। ভারতে সেই ফোনের নাম বদলে এলো রিয়েলমি নারজো টেন। অন্যদিকে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এসেছিল রিয়েলমি সি থ্রি। সেই ফোনের নাম বদলে ভারতে এসেছে নারজো ১০ এ হয়ে। ভারতে রিয়েলমি নারজো ১০-এর দাম ১১ হাজার ৯৯৯ রুপি। নারজো ১০ এ-এর দাম ৮ হাজার ৪৯৯ রুপি। ডুয়েল সিমের নারজো টেনে আছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮০ চিপসেট, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। নারজো ১০ এর পেছনে চারটি ক্যামেরা রয়েছে।