অবশেষে ঠাঁই হলো সৌদিতে ৩ মাস ফুটপাতে পড়ে থাকা বাংলাদেশির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ মে ২০২০, ০৯:০৯

অন্যান্য প্রবাসী বাংলাদেশির মতো তসলিমেরও ছিল অনেক স্বপ্ন, ছিল বুকভরা আশা। ছিল পরিবারকে সুখের রাখার পরিকল্পনা। তবে নিয়তির সব পরিকল্পনা যেন সৌদি আরবের মরুর ধুলাবালির সাথে মিশে যায় তার। শুধু একটি দেহ পড়ে আছে, যে দেহেতে নেই কোনো স্বপ্ন, নেই কোনো পরিকল্পনা। এখন কেবল একটিই চাওয়া কোনোভাবে দেশে ফিরে যাওয়া। বলছিলাম নওগাঁ জেলার সৌদি আরব প্রবাসী তসলিম উদ্দিনের কথা। যে তসলিম উদ্দিন তিন বছর আগে এসেছিলেন সৌদি আরবে। কোথায় কোন কোম্পানিতে কাজ করতেন কিছুই বলতে পারছেন না তিনি এখন। বর্তমানে ইকামার একটি কপি ছাড়া আর কিছুই নেই তার কাছে। শরীরে অনেক জখমের চিহ্ন নিয়ে তিন মাস ধরে সৌদি আরবের রিয়াদে খানসা লিলা নামক স্থানে ফুটপাতে পড়েছিলেন এই তসলিম। সেই ফুটপাত ধরে অনেকের যাওয়া-আসা থাকলেও কেউ তাকে থাকার জায়গাটা পর্যন্ত করে দিতে পারেনি! তবে অনেকে তার সমস্যার কথা জিজ্ঞেস করলেও সঠিকভাবে কিছুই বলতে পারেন না। এক পর্যায়ে সৌদি আরবের জাগো নিউজের প্রতিনিধি আব্দুল হালিম নিহনের কাছে তসলিমের ফুটপাতে পড়ে থাকার একটি ছবি দিয়ে অন্য এক বাংলাদেশি এসএমএস করেন। খবর পেয়ে পরদিন তসলিমের কাছে ছুটে যান তিনি। আব্দুল হালিম তার কাছে গিয়ে বিস্তারিত জানতে চান, বিস্তারিত বলতে না পারলেও তসলিম তার শরীরের ক্ষতস্থান দেখিয়ে কান্না করতে করতে বললেন, তিন মাস আগে মেডিকেল থেকে তাকে এখানে নামিয়ে দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us