করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় দুই মাস ধরে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। কবে নাগাদ বন্দর খুলবে তাও জানা যাচ্ছে না। এ পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বলছে, তারা বাণিজ্য সচলের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে এবং ২৫ মার্চ থেকে রেলপথে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। ১৩ মার্চ থেকে পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়াও বন্ধ করে দেয় ভারত সরকার। বাংলাদেশী ব্যবসায়ীদের দাবির মুখে গত ৩০ এপ্রিল স্বল্প পরিসরে আমদানি শুরু হলেও তৃতীয় দিনের মাথায় ভারত অংশে শ্রমিকদের বাধায় তা আবার বন্ধ হয়ে যায়। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় ভারতে আটকে থাকা বাংলাদেশীরা প্রতিদিন দেশে ফিরছেন।