যেসব দেশের পুরুষরা ‘হিজাব’ করেন!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১১ মে ২০২০, ২০:১৯

আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পুরুষরা অনেকটা মেয়েদের মত মাথা ও মুখ ঢাকেন। শতাব্দী ধরে চলে আসছে এই প্রথা। সেসব দেশ নিয়েই এক প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি ও সাহিল জোনে যাযাবর সম্প্রদায়ের তুয়ারেগ গোষ্ঠীর মানুষ পাগড়ি পরে কাপড়ে মুখ ঢাকেন৷ তবে কেবল সূর্যের তাপ বা বালি থেকে বাঁচা এর উদ্দেশ্য নয়। এভাবে মাথা ও মুখ ঢাকা এখানকার মানুষের জন্য সম্মানের অংশ। তুয়ারেগ পুরুষরাই কেবল পুরো মুখ ঢাকেন। তাদের বিশ্বাস, মরুভূমিতে চলাফেরার সময় মৃত আত্মাদের হাত থেকে এটি তাদের রক্ষা করে। ঐতিহ্যগত ভাবে তারা সাদা কাপড়ে নীল রঙ করে পাগড়ি পরেন। একারণে তাদের বলা হয় ‘মরুভূমির নীল মানব’৷ মরক্কো মরক্কোর বর্বর উপজাতি পুরুষদের মাথার পাগড়ি ও মুখবন্ধকে প্রথাগতভাবে বলা হয় ‘তাগেলমুস্ট’ বা ‘লিথাম’৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us