গলাটিপে বানর হত্যা: তিনজনের নামে মামলা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ মে ২০২০, ১৫:০৩

একটি বানরকে গলাটিপে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে মৌলভীবাজার বন বিভাগ। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সোমবার (১১ মে) দুপুরে এতথ্য নিশ্চিত করেন।ঘটনাটি ঘটেছে সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়া এলাকায়।বন্যপ্রাণী হত্যা মামলার আসামিরা হলেন, সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুছ মিয়া। তারা ওই গ্রামের বাসিন্দা।মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, ‘বানর হত্যার ঘটনায় তদন্ত করে দোষ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার আদালতে গত ৫ এপ্রিল মামলার আবেদন করি। রবিবার (১০ মে) সেটি আমলে নেওয়া হয়েছে।’তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ও ৩৯ ধারায় তিনজনকে আসামি করে এই মামলা দায়ের করেছি। মামলা নম্বর-৩৩।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us