করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

এনটিভি প্রকাশিত: ১১ মে ২০২০, ১৩:৪০

নভেল করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তির পথে নিউজিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত এক হাজার ৪৯৭ জনের মধ্যে এক হাজার ৩৮৬ জনই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে এ ভাইরাসের সঙ্গে লড়ছেন ৯০ জন। চিকিৎসাধীনদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন দুজন। আর করোনায় দেশটিতে ২১ জনের মৃত্যু হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান, করোনার প্রকোপে বন্ধ রেস্তোরাঁ, দোকানপাট ও সিনেমা হলসহ সমাজের প্রায় সবকিছুই আগামী বৃহস্পতিবার থেকে খুলবে। শুধু পানশালাগুলো বন্ধ থাকবে আগামী ২১ মে পর্যন্ত।’ প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াও করোনাভাইরাস প্রতিরোধে অনেকটা সফল। তবে অস্ট্রেলিয়ার মতো নাগরিকদের জন্য করোনা চিহ্নিতকরণ অ্যাপ চালু করেনি নিউজিল্যান্ড। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতার ওপর নির্ভর করেছে কিউই সরকার। তারা বাইরে গেলে বা কারো সঙ্গে দেখা করলে সামাজিক দূরত্ব মেনে চলছেন মোটামুটি সবাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us