মাউন্ট এভারেস্ট আসলে আমাদের ভূখণ্ডে! চিনা দাবিতে চাঞ্চল্য...
প্রকাশিত: ১১ মে ২০২০, ১২:৪১
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চিনে অবস্থিত বলে দাবি করল বেজিং-এর সরকারি সংবাদসংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক। সিজিটিএন-এ এই বিষয়ে একটি ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। চিনের এই দাবির কড়া সমালোচনা করেছে নেপাল।
সিজিটিএন-এর ট্যুইটে দাবি করে হয়েছে যে মাউউন্ট এভারেস্ট সম্পূর্ণ ভাবে চিনে অবস্থিত। পরিষ্কার আকাশে চিনের স্বশাসিত অংশ তিব্বতে মাউন্ট কিয়োমোলাঙ্গামো বা মউন্ট এভরেস্ট স্পষ্ট দেখা যাচ্ছে বলে একটি ট্যুইট করা হয়। এই ট্য়ুইটের তীব্র প্রতিবাদ জানায় নেপাল। এই বিষয়ে চিনের ব্যাখ্যাও দাবি করা হয় ট্যুইটারে। ১৯৬০ সাল থেকেই মাউন্ট এভারেস্টের দাবি নিয়ে গোলমাল রয়েছে চিন ও নেপালের মধ্যে।