করোনায় পাশ্চাত্যের ৩ ব্যর্থতা প্রমাণিত: আয়াতুল্লাহ খামেনি
প্রকাশিত: ১১ মে ২০২০, ১১:৩৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, করোনার সময়ে তিনটি ক্ষেত্রে পাশ্চাত্যের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। ব্যবস্থাপনা, সামাজিক দর্শন ও নৈতিকতার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
রবিবার করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে তিনি আরও বলেন, পাশ্চাত্য ও পাশ্চাত্যপন্থীরা এসব ব্যর্থতা ঢেকে রাখতে চাচ্ছে। কিন্তু তাদের ব্যর্থতার নানা দিক বিশ্লেষণ করে তা তুলে ধরা দরকার, কারণ এসব তথ্য সম্পর্কে অবহিত হওয়ার ওপর বিভিন্ন জাতির ভবিষ্যৎ নির্ভর করছে।