পৃথিবীর কাছেই নতুন 'কৃষ্ণগহ্বর', খালি চোখেও দেখা যায়!
প্রকাশিত: ১০ মে ২০২০, ১৬:০৪
পৃথিবীর থেকে মাত্র এক হাজার আলোকবর্ষ দূরে নতুন একটি কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন ব্ল্যাকহোলটি পৃথিবীর সবচেয়ে কাছের। এমনকি এটা খালি চোখেও দৃশ্যমান। সম্প্রতি ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন সংস্থার এক দল গবেষক নতুন এই ব্ল্যাকহোলটিকে খুঁজে পেয়েছেন। ন্যাশনাল জিওগ্রাফি প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর খুব কাছের এই কৃষ্ণগহ্বরটির অবস্থান মহাকাশের টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের মধ্যে।