নিজের তৈরি ‘করোনার ওষুধ’ খেয়ে প্রাণ গেল আয়ুর্বেদিক ফার্মাসিস্টের
প্রকাশিত: ১০ মে ২০২০, ১৫:০৬
নিজের বানানো 'করোনাভাইরাসের ওষুধ' খেয়ে প্রাণ হারিয়েছেন এক আয়ুর্বেদিক ফার্মাস্টিস্ট। ভারতের চেন্নাইয়ে ঘটেছে এমন ঘটনা।
জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের টি নগরের আয়ুর্বেদিক কোম্পানি সুজাতা বায়োটেকের ফার্মাসিস্ট কাম ম্যানেজার হিসেবে কাজ করতেন কে শ্রীবানেশন নামে ৪৭ বছরের এক ব্যক্তি। ৩০ বছরের পুরনো এই কোম্পানিতে বহুদিন ধরেই কাজ করছিলেন শ্রীবানেশন। এর আগে একাধিক ওযুধও তৈরি করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, কোম্পানির উত্তরাখণ্ডের কারখানাতেই থাকতেন শ্রীবানেশন। তবে লকডাউনের সময়ে তিনি আটকে পড়েছিলেন চেন্নাইয়ে। গত বৃহস্পতিবার তিনি একটি পাউডার কারখানায় আনেন। তার নিজেরই তৈরি। সেটি নাকি করোনার সঙ্গে লড়াই করতে সক্ষম। ওই পাউডারের সামান্য অংশ পরীক্ষা করা হয় কোম্পানির ৬৭ বছর বয়সী মালিকের ওপর। পাউডার খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যান। এরপরই ওই পাউডার তরলে গুলে নিজেও খেয়ে নেন শ্রীবানেশন। কোম্পানির মালিক বেঁচে গেলেও শ্রীবানেশন বাঁচেনি।