অর্থ-সম্পদ পার্থিব জীবনের যাবতীয় প্রত্যাশার কেন্দ্রবিন্দু। বৃত্তহীন জীবন মরিচিকার সমান। প্রত্যেকটি মানুষের জীবনে মৌলিক চাহিদার পরে আরো কিছু চাহিদা থাকে। কেউ ধর্মীয় সীমারেখা অতিক্রম করে জীবনটাকে ঝাঁকিয়ে উপভোগ করতে চান। আবার কেউ ধর্মীয় চৌহদ্দির মধ্যে থেকেই অনেক অনেক পুণ্য লাভ করে ধন্য হতে চান। অর্থ-বিত্ত না থাকলে সব আশাই ধোঁয়াশা থেকে যায়, হতাশা আর নিরাশা জীবনটাকে কুরে কুরে খায়। তাই মানুষ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা অর্থের পেছনে ছুটে বেড়ায়।