স্বাধীনতাবিরোধীরা সক্রিয়, রাজশাহীতে বঙ্গবন্ধুর সতর্ক বার্তা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ মে ২০২০, ০৮:০০

চার দিনব্যাপী উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও স্বাধীনতার বিরোধিতাকারী ষড়যন্ত্রে জড়িতদের বিষয়ে জনগণকে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘জনগণ ত্যাগ স্বীকার না করলে এবং নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম না করলে দেশকে গড়ে তোলা যাবে না।’ সোনার বাংলা গড়ে তোলার দৃঢ়-সংকল্প ঘোষণা করে বঙ্গবন্ধু বলেন, ‘সোনার বাংলা হবে শোষণমুক্ত বাংলা। এখানকার মাঠে মাঠে সোনার ফসল, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে হাসির ছটা।’১৯৭২ সালের ৯ মে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় সেদিন ভাষণ দেন বঙ্গবন্ধু। তিনি শ্রোতাদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা কাজ করুন কঠোর পরিশ্রম করুন। আমার সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নকে আপনারা সফল করুন।’ বৈদেশিক সাহায্যের বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শর্তযুক্ত ঋণ নেবো না। ভবিষ্যৎ বংশধরদের দাসে পরিণত করার জন্য আমরা কোনও ধরনের শর্তযুক্ত ঋণ নিতে পারি না।’ বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু বলেন, ‘আপনাদের ঐক্য আছে, আপনাদের প্রজ্ঞা আছে। মাত্র তিনটি বছর আপনারা কঠোর পরিশ্রম করুন। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, তাহলেই দেশ আবারও সোনার বাংলা হয়ে উঠবে।’ জনগণকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘অনেক মূল্যের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশের শত্রুরা এটাকে মেনে নিতে পারছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us